কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ এ ০৫:০৮ PM
কন্টেন্ট: পাতা
ঢাকার মোহাম্মদপুর এলাকার চাঁদ উদ্যান সাত মসজিদ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেছে ১৪ বছর বয়সী সুমাইয়া। তাঁর বাবা রিকশাচালক এবং মা গৃহর্কমী। ছোটোবেলায় চোখে আঘাতজনিত কারণে তাঁর একটি চোখ সম্পূর্ণ অন্ধ। দারিদ্রের কারণে ১১ বছর বয়স পর্যন্ত সে পড়ালেখা করতে পারে নাই। ২০২১ সালে “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের” আওতায় প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে পঞ্চম শ্রেণি পাস করে। এক চোখ না থাকা সত্ত্বেও স্কুলের শিক্ষকের সহযোগিতায় এখন সে পড়তে, লিখতে, গণণা ও হিসাব নিকাশ করতে পারে। স্কুলে সে গান, নাচ, ছবি আঁকাসহ পড়ালেখার গুরুত্ব, কীভাবে স্বাস্থ্যের যত্ন নিতে হয়, কোন কাজগুলো ভালো, কোন কাজগুলো মন্দ, নিজের সুরক্ষার জন্য কী করতে হবে, ইত্যাদি বিষয়ে জেনেছে। এখন তাঁর ইচ্ছা ইউসেপে ভর্তি হয়ে পড়ালেখা শেষ করে, একটা সম্মানজনক পেশায় নিয়োজিত হয়ে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা।