কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ০৯:১৪ PM
মহাপরিচালক
কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

দেবব্রত চক্রবর্তী
(যুগ্মসচিব)
মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব),
যোগদানের তারিখঃ ০১-০১-২০২৫
দেবব্রত চক্রবর্তী ২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে যোগদান করেন। বিগত বছরগুলোতে মাঠ-প্রশাসন, ঢাকাস্থ বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয় এবং জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংগঠনে (UNCTAD) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাঁর কাজ করার সুযোগ হয়েছে। তাঁর কর্ম অভিজ্ঞতার মধ্যে রয়েছে ভূমি রাজস্ব ব্যবস্থাপনা, ফৌজদারি বিচার প্রশাসন, স্থানীয় সরকার, সিভিল সার্ভিস প্রশিক্ষণ নীতি, সিটিজেনস চার্টার ও সেবা প্রদান সহজকরণ, সুস্থায়ী উন্নয়ন অভীষ্টসমূহের (SDGs) প্রাসঙ্গিকীকরণ, বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা, ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটসসহ বাণিজ্য আইন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাপনা। এছাড়া সুস্থায়ী উন্নয়ন অভীষ্ট-৬ এর বৈশ্বিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব কর্তৃক আহূত পানি বিষয়ক উচ্চ-পর্যায়ের প্যানেলের সহায়ক হিসেবে দুই বছর তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
জনাব চক্রবর্তী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন পেশাদার প্রশিক্ষণ কোর্স এবং একাডেমিক ডিগ্রির জন্য দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।