Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৫

মহিমার পথচলা

 

কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন ফতেপুর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেছে ১৪ বছর বয়সী মহিমা আক্তার মনি। তাঁর বাবা ঢাকায় জুতার কারখানায় নিম্ন বেতনভুক্ত শ্রমিক হিসেবে কাজ করেন এবং মা গৃহকর্মীর কাজ করেন । তাঁর মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করায় ছোট বোনের দেখাশুনা করা এবং দারিদ্রের কারণে মাদরাসায় প্রথম শ্রেণি শেষ করার পর লেখাপড়া বন্ধের সিদ্ধান্ত নেয় পরিবার। ২০২১ সালে আউট “অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম” এ প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে পঞ্চম শ্রেণি শেষ করে শ্রেণিতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে । সে এখন স্মৃতি শিক্ষা কানন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে পড়ালেখা করছে। লেখাপড়ার বাইরে ও চিত্রাংকন এবং নৃত্যসহ নানাবিধ সাংস্কৃতিক কাজের প্রতি তাঁর আগ্রহ  রয়েছে। মহিমা উচ্চ শিক্ষায়  শিক্ষিত হয়ে একজন আদর্শ ও মানবিক শিক্ষক হিসেবে নিজেকে দেথতে চায় এবং সমাজের পিছিয়ে পড়াদের মাঝে জ্ঞানের আলো পৌঁছে দিতে চায় ।